About Us
মানুষের যতগুলি সু অভ্যাস আছে তাদের মধ্যে অন্যতম হলো বই পড়া। বই পড়ার এর মধ্যে দিয়ে সে তার আপন সত্তার পরিচয় পায়। বই পাঠ করলে মানুষ শোকে পায় সান্ত্বনা দুঃখে পায় দুঃখ জয়ের ব্রত ,ব্যর্থতায় লাভ করে ধরছে ধারনের শক্তি। পাঠকের কৌতুহল মেটাতে, জ্ঞান আহরণের খোরাক হতে সরাসরি প্রকাশনী থেকে অরিজিনাল বইগুলো সুন্নাহ টাইম নিয়ে যায় পাঠকের দোড়গোঁড়ায়। বই ছাড়াও সুন্নাহ টাইম এ পাবেন, পুরুষ, মহিলা, বাচ্চাদের পোশাক, ইলেকট্রনিক্স আইটেম, ইসলামিক এক্সেসরিজ, কিডস আইটেম, বিভিন্ন গিফট আইটেম, ইম্পোরটেড আইটেম,পারফিউম, জায়নামাজ, পাঞ্জাবী, খিমার, বোরকা,স্টেশনারী, অর্গানিক ফুড এবং শিশু পণ্য সহ আরো অনেক কিছু। গ্রাহকদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসায় দীর্ঘসময় ধরে সুন্নাহ টাইম এগিয়ে চলেছে একটু একটু করে। এই পথ চলুক অন্তহীন পথে। প্রতিনিয়ত গ্রাহকদের পার্সেলে করে ছড়িয়ে যাক ছোট ছোট আবেগ আর নিরন্তর ভালোবাসা। গ্রাহকদের অফুরন্ত ভালবাসা ও বিশ্বাসই আমাদের অনুপ্রেরণা।
প্রশংসাপত্র

আলহামদুলিল্লাহ! এখান থেকে কেনাকাটা করে আমি সত্যিই খুশি। প্রতিটি ইসলামিক বই খুবই মানসম্মত এবং সুন্দরভাবে প্যাকেজিং করা। ডেলিভারি খুব দ্রুত হয়েছে। ইনশাআল্লাহ, আবারও কিনবো।

এখানে পাওয়া ইসলামিক ক্লথিং কালেকশন অসাধারণ। আমার কন্যার জন্য বোরকা কিনেছিলাম। কাপড়ের মান এবং ডিজাইন দুটোই অনেক ভালো ছিল। আল্লাহ আপনাদের ব্যবসায় বরকত দান করুন।

এখানকার ইসলামিক এক্সেসরিজ কালেকশন এক কথায় দুর্দান্ত। কোরআনের কাভারটি খুবই সুন্দর এবং টেকসই। প্রিয়জনকে গিফট দেওয়ার জন্য উপযুক্ত। ধন্যবাদ।

আমি একটি তসবীহ সেট কিনেছিলাম। খুবই সুন্দর এবং মানসম্মত। তবে ডেলিভারি হতে একটু সময় লেগেছে। তবুও পণ্যটি পেয়ে আমি খুব খুশি। জাযাকাল্লাহ খাইরান।

আমি এই সাইট থেকে প্রথমবার অর্ডার করেছিলাম। ওয়েবসাইট ব্যবহার করাও সহজ, পণ্যের মান দেখে আমি সন্তুষ্ট। ইনশাআল্লাহ, আরও অর্ডার করবো।